বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।।

বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।।

বগুড়া জেলা প্রতিনিধি।।

বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হলে কাহালু উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জাতীয়তাবাদী দল বিএনপি, প্রেসক্লাব পল্লী বিদ্যুৎ, সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব।
এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইনাম আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ,খ,ম, তোফাজ্জল হোসেন আজাদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ সবুজ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ , বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।
এরপর পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ছাত্র ছাত্রীদের সমাবেশে প্যারেড পরিদর্শন শেষে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব ও ওসি আব্দুল হান্নান।
প্যারেড অনুষ্ঠান শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে একই মন্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব, ওসি মোঃ আব্দুল হান্নান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবর রহমান বক্তব্য রাখেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares