আমার বয়স যখন ১৯ শুরু তখন আমার বিয়ে হয়। ছোট গল্প জীবন কাহিনি

<span class="entry-title-primary">আমার বয়স যখন ১৯ শুরু তখন আমার বিয়ে হয়।</span> <span class="entry-subtitle">ছোট গল্প জীবন কাহিনি</span>

আমার বয়স যখন ১৯ শুরু তখন আমার বিয়ে হয়।আমার হাসবেন্ড আমার থেকে ১৫ বছর বড়।বিয়ে তে আমার মত ছিল না।তবুও বাবা মা র কথা ফেলি নি।যাইহোক এখন আমার দুই টা বাচ্চা। বিবাহিত জীবনের ১৩ বছর। শুরু থেকে ই শারিরীক ভাবে খুব একটা সন্তুষ্ট করতে পারে নি।সেটা ও মেনে নিয়েছি, যেহেতু বাচ্চা হয়ে গেছে এবং সে মানুষ হিসেবে ও ভালো,পারিবারিক অবস্থা ভালো এবং খুব রিচ। কিন্তু আজকে দুই বছর হলো আমাদের মাঝে কোন শারিরীক সম্পর্ক নেই। হাত টা পযন্ত ধরা হয় না।আলাদা রুমে থাকি। শুধু এক বাসায় থাকছি এই যা।তার কোন শারিরীক চাহিদা ই নেই।পুরুষ মানুষ এভাবে কিভাবে থাকতে পারে!!

আমি দেখতে অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। ফিগার খুব সুন্দর, কেউ বিশ্বাস ই করে না আমি দুই বাচ্চা র মা, এটা বলার কারণ হলো আকষণ অনুভব না করার মতো ও কিছু না।মাঝে কিছু দিন উনি একটা নে^শায় জরিয়ে পরেছিল,তবে এখন ছেড়ে দিয়েছে। তার চরিত্র খুব ভালো।কোথাও কোন সম্পর্কে নেই, এই ব্যাপারে সিউর।

বরং আমি এক ডিফেন্স অফিসার এর সাথে সম্পর্কে জরিয়ে গিয়েছি,যদিও আমাদের এই সম্পর্ক টা দূর খেকে।দেখা হয়েছে ২/৩ বার।আমার অনেক শারীরিক অস্থিরতা কাজ করে। এমন ও হয় আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার কোন শারিরীক চাহিদা কমিয়ে দেন।যেহেতু আামার হাসবেন্ড ডি^জেবল, আমি খুব শারীরিক অস্থিরতা র মধ্যে দিয়ে যাই,কষ্ট হয় ভীষণ।

শুধু শারীরিক না মানসিক ও।কারণ আমি যেমন চাই আমার হাসবেন্ড তার পুরাটাই বিপরীত। আমি পছন্দ করি আমার ভালো লাগে এমন কিছু তার মাঝে নেই। শুধু ভালো মানুষ এই টুকু ই।আমি যে সম্পর্কে জরিয়েছি সেটা নিয়ে ও আমি অনুতপ্ত কিন্তু আমার ভালো লাগা ভালোবাসা তার প্রতি ই বেশি কাজ করে।

বিয়ের পর থেকে ১৩ বছর আামার শাশুড়ী আামার সাথে আছেন, ওনি ও আামার মানসিক শান্তি নষ্ট করে তাও কখনো এটা নিয়ে বলি না ভাবি উনি তো আর সারা জীবন থাকবে না।দুই বাচ্চার সব দায়িত্ব ও আমি ই পালন করি।সাংসারিক কোন কাজ ই তাকে করতে হয় না,আমি ও কখনো কিছু বলি না।

মানসিক ভাবে ভালো নেই। কি করা উচিত আামার!

কিভাবে একটু ভালো থাকতে পারি !!!

আমার হাসবেন্ড কে চিকিৎসা করানোর চেষ্টা করেছি তবে সে এসব করতে রাজী না। তার অনান্য শারীরিক সমস্যা ও আছে সাথে হাই ব্লা^ড প্রে^শার। ওনার বয়স এখন ৪৭।আমি অন্য এক জন এর সাথে সম্পর্কে জরালেও তার সাথে আমার কোন শারিরীক সম্পর্ক নেই। হওক সেটা ও চাই না।তার প্রতি আমার ভালো লাগা কাজ করে, মানসিক শান্তি পাই কথা বলে।

আমার হাসবেন্ড এর সাথে আমার মানসিক দূরত্ব অনেক বেশি। আমি যে অফিসার এর সাথে কথা হত এটা আমার হাসবেন্ড জানে,তবে হয়তো ভাবে এখন কথা বলি না কিন্তু কথা হয় এখনো।এইভাবে চলছে আমার জীবন … সুপরামর্শ আশা করছি !!

সংগৃহিত

২০ বার ভিউ হয়েছে
0Shares