সুজানগরে এক ব্যবসায়ীকে মানহানি করতে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছে মহিলা চা বিক্রেতা


সুজানগর (পাবনা) প্রতিনিধি: এক বয়স্ক কাঠ ব্যবসায়ীকে মানহানি করতে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছে মহিলা চা বিক্রেতা। গত সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধার কোঠা গ্রামের মৃত গহের আলী খানের ছেলে কাঠ ব্যবসায়ী আজাহার আলী খানের বিরুদ্ধে ৭৫ বছর বয়স্ক প্যারালাইসিস রুগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছে এক মহিলা চা বিক্রেতা।
এই মিথ্যা অপবাদ ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে কাঠ ব্যবসায়ী আজাহার আলী খান সঠিক তদন্ত পূর্বক ঐ মহিলার বিচারের দাবি জানিয়ে বলেন, জোর পুকুরিয়া গ্রামের বাসিন্দা চিনাখড়া বাজারে চা বিক্রেতা সাহিদা বেগম কেমন মেয়ে এলাকার অধিকাংশ মানুষ জানেন। সাহিদা বেগম তিন বার কাজের জন্য সৌদি আরব গিয়েছিল। অনৈতিক কাজে লিপ্ত থাকার কারণে ঐ দেশ থেকে বিতাড়িত হয়েছে।দেশে এসে বনগ্রামের এক ব্যবসায়ীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে পাবনা কোর্টে মামলা দিয়েছিল।
তার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে তাকে তালাক দেয়। আবার সেই স্বামীর সাথে সংসার করছে। অপরিচিত এক ভ্যান চালকের সাথে তার সম্পর্ক আছে, এগুলো এলাকার প্রায় মানুষ জানে। তিনি আরো বলেন,চিনাখড়া বাজারে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান স’মিল সংলগ্ন তার চায়ের দোকান। বিভিন্ন সময়ে টাকা ধার নিয়ে দোকান চালায়,সেই সুবাদে কিছু টাকা আমি পাবো।ঐ দিন সাহিদা বেগমের বাড়ির পাশে কাঠের গাছ কিনে ফেরার পথে সাহিদা বেগমের বাড়ির সামনে কিছু লোকজন দেখে এগিয়ে যাই।
ওর মায়ের অসুস্থতার কথা শুনে বাজারে চলে আসি। এরপর সাহিদা বেগম তার অসুস্থ মাকে নিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় এলাকার নিজাম উদ্দিন বলেন, সাহিদা বেগম তিন বার বিদেশ গিয়েছে, ফিরে এসে চায়ের দোকান দিয়েছে, স্বামীর সাথে কয়েক বার তালাক প্রাপ্ত হয়েছে। তরিকুল ইসলাম বলেন, সাহিদা বেগম আমার সাথে পড়াশোনা করতো, ছোট বেলা থেকেই ওর চলাফেরা অন্য ধরনের।
এই ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৬ বার ভিউ হয়েছে