শুভ নববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে পান্তা উৎসব


পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলা বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শ্রেনি পেশার ২ হাজার নারী-পুরুষ পান্তা ইলিশ উৎসব করেন। পরে বৈশাখী শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলায় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, ডাঃ গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা যুব দলের আহবায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব একেএম শামিম সহ উপজেলা-ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
৬ বার ভিউ হয়েছে