বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জুলাই আগষ্টের আন্দোলনকারীদের সাথে ইউএনও এর মত বিনিময় সভা

ফুলবাড়ীতে জুলাই আগষ্টের আন্দোলনকারীদের সাথে ইউএনও এর মত বিনিময় সভা

১০ Views

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার জুলাই আগষ্টের আন্দোলনকারীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল ফুলবাড়ীতে জুলাই আগষ্টের আন্দোলনকারীদেরকে নিয়ে এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জুলাই আগষ্টের আন্দোলনকারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল বলেন, জুলাই আগষ্টের আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানাই যে ফুলবাড়ী একটি শান্তি প্রিয় উপজেলা এখানে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। আপনারা ধৈর্য্য সহকারে সকলে আন্দোলন করেছেন। এই সুফল আপনাদের সকলের তাই আজকের এই মতবিনিময় সভায় সকলে মতভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। আপনারা এখন ছাত্র। আপনাদের ভবিষ্যৎ আছে, সে দিকে লক্ষ রেখে সব বিষয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তাহলে অন্যরা সুযোগ পাবে। আমি আপনাদেরকে মনের দিক দিয়ে ভিষন ভালো বাসি যাতে আগামী দিনে আপনাদের পথ চলা সুগম হয়। একত্রে কাজ কলে শক্তি বাড়ে শক্তির মধ্যে ফাটল ধরলে কাজ করতে গিয়ে বাঁধা গ্রস্থ হয়। সে দিকে লক্ষ রেখে আপনারা এগিয়ে যাবেন। সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। ফুলবাড়ীর সব প্রশাসন আপনাদেরকে সহযোগীতা করবে। আমি আজকের এই মত বিনিময় সভায় সবাইকে ধন্যবাদ জানাই যে, আন্দোলনে আপনারা জীবনের দিকে ফিরে তাকান নি। জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন। এ জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, জুলাই আগষ্টের আন্দোলনে আপনারা রাজপথে থেকে আন্দোলন করেছেন। এ জন্য আপনাদের প্রতি আমি কৃজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ফুলবাড়ীর ছাত্র জনতা অন্যায়ের প্রতিবাদ করেছেন। তাদের এই আন্দোলন কখনই বৃথা যাবে না। আপনারা আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগীতা পাবেন। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক সঙ্গে থেকে কাজ করবেন। সে কাজের সুফল পাবেন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মতবিনিময় সভায় সকলকে শুভেচ্ছ জানাই।
ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আগামী দিনেও করব ইনশাল্লাহ্, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। আইন শ্ঙ্খৃলা রক্ষার্থে প্রশাসন সব রকম কাজ করে যাচ্ছে। জুলাই আগষ্টের আন্দোলনকারীদের আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগীতার কথা বলেন।
এ ছাড়া জুলাই আগষ্টের আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মুন্না, মোঃ জিয়াবুর, পাপ্পু সরকার, ইমাম হাসান মোনাস, নাইমুর, মোঃ সাব্বির ও মোঃ সাগর সহ শতাধিক আন্দোলকারী ছাত্র নেতা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক মোঃ শিবলি সাদিক ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল প্রমুখ।

Share This

COMMENTS