ক্ষুদ্র ও প্রন্তিক ৮ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতারণ


পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে খরিপ-১/ ২০২৪-২০২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপশী অউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রন্তিক ৮ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতারণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রতিজনকে ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতারণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাফর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা মুসফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহিন, পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক ও সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মো. খলিলুর রহমানসহ উপজেলার কৃষক কৃষানী প্রমুখ।
৩ বার ভিউ হয়েছে