পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে পুকুরে বিষ প্রয়োগে  বিভিন্ন প্রজাতের ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মেয়ের জামাই বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনা অস্বীকার করেন মেয়ের জামাই মো. নেছার উদ্দিন পালোয়ান।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আরজবেগী গ্রামের মৎস্য ব্যবসায়ী অজেদ ভান্ডারীর ছোট জামাই নেছার উদ্দিন পালোয়ান দীর্ঘদিন যাবত ৩ লাখ টাকা দাবী করে আসছেন। বুধবার সন্ধ্যায় অজেদ ভান্ডারী বসত ঘরে বসে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিঃস্ব করে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। অজেদ ভান্ডারী প্রকৃতির ডাকে সারা দিয়ে শেষ রাতে বাহিরে গেলে তার পুকুরের বিভিন্ন প্রজাতের মাছ মরে ভাসতে শুরু করে। পরে অজেদ ভান্ডারীর ডাক চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন দেখতে আসে।
ভুক্তভোগী অজেদ ভান্ডারী কান্নাকন্ঠে বলেন, আমার ছোট মেয়ের জামাই নেছার পালোয়ান দীর্ঘদিন যাবত আমার কাছে তিন লাখ টাকা দাবী করে আসছে। টাকা দিতে না পারায় আমার পুকুরের দশ লাখ টাকার মাছ নিধন করেন আমি ওর বিচার চাই।
অজেদ ভান্ডারী ছোট মেয়ের জামাই নেছার পালোয়ান বলেন, আমি আমার দ্বিতীয় স্ত্রীর নানা কারনে প্রায় মাসখানে পর্যন্ত খোঁজ খবর নেই না। তবে আমার বিরুদ্ধে আমার শশুড় বাড়ির লোকজন অন্যের কথায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তাদের এত বড় ক্ষতি আমার পক্ষে করা সম্ভব না।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS