সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

জলঢাকায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

২৯ Views
আনোয়ার হোসেন,  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা শিক্ষক – কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিমুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালব জেলা ক্লাস্টারের চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান, নীলফামারী কালব এর সহকারী জেলা ব্যবস্থাপক ইমরান আহমেদ, ডোমার উপজেলা ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, জলঢাকা উপজেলা ব্যবস্থাপক রাবেজুল ইসলাম, ভাইসচেয়ারম্যান শামীম নেওয়াজ হাফিজ, ট্রেজারার আসাদুজ্জামান, ডিরেক্টর শাহ্ আলম চৌধুরী ও ডিরেক্টর আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আসাদুজ্জামান।
সাধারণ সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক রিপোর্ট পর্যালোচনা, ২০২৩ – ২৪ অর্থ বছরের হিসাব বিবরণী বিবেচনা ও অনুমোদন, ক্রেডিট ইউনিয়নের খেলাপি বিষয়ক আলোচনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গসহ বিভিন্ন বিষয় সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব) এর সহযোগিতায় জলঢাকা উপজেলা শিক্ষক – কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
Share This