বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় শোক দিবসে বিজিবির যৌথ উদ্যোগে বিনামুল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ বিতরণ

জাতীয় শোক দিবসে বিজিবির যৌথ উদ্যোগে বিনামুল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ১৪ ও ১৬ বিজিবি’র যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসে বিনামুল্যে বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা, বিভিন্ন প্যাথলজিকেল পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। ১৫ আগস্ট বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার শেষ সীমান্ত পাগলা দেওয়ান ক্যাম্পের অদুরে জগদীশপুর মাদারচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী। এ সময় স্বাস্থ্য সহকারী ও মিডওয়াইফগণও সহযোগিতা করেন। রোগীদের বিভিন্ন বিষয়ে কুশলাদি বিনিময় ও নিজ হাতে ঔষধ বিতরণ করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. হামিদ উদ্দিন পিএসসি। এ সময় উপ-অধিনায়ক মেজর শামসুজ্জামান মো. আরিফুল ইসলাম, সহকারী পরিচারক মো. সেলিম রেজা, সুবেদার মেজর মো. ইদ্রিস আলী, কোরিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান, পাগলা দেওয়ান ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিন, ১৪ বিজিবি’র নায়েক সুবেদার তপন কুমার সরকার প্রমুখ।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares