শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ৭০ বছর পর রঘুনাথপুর কামিল মাদ্রাসায় জমকালো ১ম পূনর্মিলনী

ধামইরহাটে ৭০ বছর পর রঘুনাথপুর কামিল মাদ্রাসায় জমকালো ১ম পূনর্মিলনী

আবু ‍মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক. ধামইরহাট 

নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর কামিল (এম.এ) মাদরাসার ১ম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার প্রায় ৭০ বছর পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাক্তন শিক্ষার্থী আবু সাঈদের নেতৃত্বাধীন অন্যান্য প্রাক্তন ৫ শতাধিক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ১ জুলাই দুপুর ১২ টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। প্রাক্তন শিক্ষার্থী ও জি-বাংলার সুপারস্টার তানভীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক হক, মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, রঘুনাথপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু মুছা, সহকারী অধ্যাপক (আরবী) মাও. রুহুল আমিন, সহ-সভাপতি শামসুল হক, কাউন্সিলর আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. মেহেদী হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ,দলিল লেখক সমিতির সভাপতি আ. গফুর, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ টায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়। সবশেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১২ বার ভিউ হয়েছে
0Shares