মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত

ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের পক্ষে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম। পরে রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকা-ের বিশদ ঘটনাপ্রবাহ তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি মোজাম্মেল হক কাজী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, প্রধান শিক্ষক আব্দুর রহমান, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান। অপরদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল, আলোচনা সভা শেষে পথচারী, দুঃস্থ্য ও স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও কারিতাস বাংলাদেশ এর ৩টি অফিস একযোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয় এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares