মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
উৎপাদন বাড়াতে সাপাহারে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

উৎপাদন বাড়াতে সাপাহারে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে চলতি খরিপ মৌসুমে আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার বিতণে করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষিবিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে দেশের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে শতশত কৃষকের সামনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা.গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজা সারোয়ার (মাসুদ), সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শিরন্টি উউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ উপজেলার ৩ হাজার ৮৭০জন  আউশ ধান চাষী কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার এবং গ্রষ্মকালীন পেঁয়াজ চাষে ১৪০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১কেজি বীজ, ২০কেজি ডিএপি ও ২০কেজি এমওপি সার বিতরণ করেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares