শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন আ’লীগের ইফতার অনু্ষ্ঠিত

সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন আ’লীগের ইফতার অনু্ষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন আ’লীগের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে ।
২৭ এপ্রিল বুধবার   বিকেলে  তিলনা ডিগ্রী কলেজ মাঠে ইফতার উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তিলনা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ জেলার সদস্য নজরুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল ও আনোয়ারুল ইসলামের পরিচালনায় উপজেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড,ও গ্রাম পর্যায়ের আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

১৪৩ বার ভিউ হয়েছে
0Shares