বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় জাতীয় শোক দিবস পালিত

ভোলায় জাতীয় শোক দিবস পালিত

ভোলা প্রতিনিধিঃ ভোলা, বোরহান উদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিনে, চরফ্যাশন ও মনপুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা, উপজেলা প্রশাস, পুলিশ প্রশাসন, জেলা পুনাক ও আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মুনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী আলোচনা সভায় মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা প্রশাসক তৈফিক-ই-লাী চৌধুরী, পুলিশ সুপার মোহান্মদ সাইফুল ইসলাম, পুনাক সভাপতি বেগম সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কের) মোঃ ফরহাদ সদ্দার, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম, লালমোহন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম, সাধারন সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলম,আঃ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares