শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় পানিতে ডুবে শিশুদের মৃত্যুর বিষয়ে ২ দিনের সাংবাদিকদের প্রশিক্ষন উদ্ধোধন

ভোলায় পানিতে ডুবে শিশুদের মৃত্যুর বিষয়ে ২ দিনের সাংবাদিকদের প্রশিক্ষন উদ্ধোধন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পানিতে ডুবে শিশুদের মৃত্যুর হার কমানোর বিষয়ে গতকাল শনিবার (১৫ জুলাই) সকালে খেয়াঘাট রোডের গ্রামীন জনউন্নয়ন সংস্থার হল রুমে, সমষ্টি নামের এনজিওর আয়োজনে সাংবাদিকদের ভুমিকা ও করনীয় বিষয়ে ২দিন (১৫-১৬) প্রশিক্ষনের উদ্ধোধন করেন প্রধান অতিথি শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন। স্বগত বক্তব্য রাখেন-সমষ্টির পরিচালক ও চ্যানেল আই টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, প্রশিক্ষক-জিএইচএআই,র কমিনেগেশন ম্যানেজার সরোয়ার-ই-আলম। বক্তারা বলেন, গড়ে প্রতিদিন বাংলাদেশে ৫০ জন শিশু মারা যায়। এর মধ্যে বাড়ির আশপাশের ২০ মিটারের মধ্যে ৪০ জন পানিতে ডুবে এবং অন্যাণ্য ঘটনায় ১০ জন মারা যায়। তাই প্রাইমারির প্রতি স্কুলে ১টি করে ক্লাশ রুম খালি হয়ে যায়। পানিতে ডুবে শিশুর মৃত্যুর জন্য মাকে দায়ী করা হলেও তিনি একা দায়ী নয়। পরিবারের সবার অবহেলার কারনে শিশুর মৃত্যু ঘটে। মা দৈনিক ৪০ প্রকারের কাজ করেন এর জন্য মা রাষ্ট্রীয় ভাবে ভাতা পাওয়ার অধীকারী। দ্বিবাযতœ কেন্দ্র বাচাতে পারে শিশুদের অকাল মৃত্যু। সরকার পানিতে ডুবে শিশুদের মৃত্যুর প্রতিরোধে বিভিন্ন জেলায় ২৭০ কোটি টাকার প্রকল্প নিয়েছে, তার বাস্তবায়ন করবেন এনজিওর মাধ্যমে। ভোলায়ও ৩ উপজেলায় এই প্রকল্প চালুকরা হয়েছে। প্রশিক্ষনে ভোলা জেলার প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। গ্রæপ কাজে প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, ইউনিছ শরিফ, এইচ এম জাকির বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares