সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে বিচার না পেয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীতে বিচার না পেয়ে যুবকের আত্মহত্যা

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ রাজশাহী নগরীতে ওয়ার্ড কাউন্সিলরের সালিশে মনক্ষুণ্ণ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের নাম, ইয়ামিন (২৩)। সে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার বাবুর ছেলে।

পরিবারের দেয়া তথ্য মতে, সম্প্রতি ইয়ামিন একটি মেয়েকে বিয়ে করে। এ নিয়ে ইয়ামিনের সঙ্গে মারামারি হয় প্রতিপক্ষের। গত বুধবার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে সালিশে বসেন। সেই সালিশে পক্ষপাতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিল। আর সেই সালিশে মনক্ষুণ্ণ হয়ে ইয়ামিন আত্মহত্যা করে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা।

নিহত ইয়ামিনের পিতা বাবু বলেন, সালিশে বিচার না পেয়ে ইয়ামিন আত্মহত্যা করেছে। এ ঘটনার আমি বিচার চাই।

এ বিষয়ে রাজপাড়া থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সালিশে বিচার না পেয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান ওসি।

ঘটনার ব্যাপারে রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ইয়ামিন বা তাদের প্রতিপক্ষ কেউ আমার কাছে কোন অভিযোগ দেয়নি। অতএব সালিশ করার কোন প্রশ্নই আসে না। সালিশের বিষয়টি সঠিক নয় বলে জানান কাউন্সিলর।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares