শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলি হাসান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট- মজুতদারের শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী সিপিবি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন সিপিবি উপজেলা শাখার সাধারন সম্পাদক রুপন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন , নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। এ অবস্থায় দ্রব্য মূল্যের এ উর্ধ্বগতি কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য মানববন্ধন থেকে আহবান জানানো হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS