বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বঙ্গবন্ধু অনুর্ধ্ব- ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

দুর্গাপুরে বঙ্গবন্ধু অনুর্ধ্ব- ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

কলি হাসান, দুর্গাপুর, নেত্রকোনা।  নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ খেলার আয়োজন করে দুর্গাপুর উপজেলা প্রশাসন। সোমবার সকালে পৌর শহরের ডন বস্কো  কলেজমাঠে এ খেলার উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  সোহরাব হোসেন তালুকদার, , সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল,সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন,ডন বস্কো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, থানা ওসি মো. শিবিরূল ইসলাম,  পৌর কাউন্সিলর এমরোজ হোসেন, শেখ আল আমিন প্রমুখ।
 উদ্বোধনী খেলায় দুর্গাপুর পৌরসভা একাদশ ও কাকৈরগড়া  ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলায়  দুর্গাপুর পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে  কাকৈরগড়া  ইউনিয়ন একাদশ জয়ী হয়।
৫৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS