মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান

নেত্রকোণায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান

এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনা   : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের (২য় ধাপ) “ক” শ্রেনীর ঘরের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের আওতায় নেত্রকোণা জেলায় ১৭৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ সেমি পাঁকা ঘর প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ  ম্মেলন কক্ষে জমিসহ ঘর

হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ঘর হস্তান্তর উদ্বোধনের পর পরই  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা – ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা সেতু, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক ১৫ টি পরিবারের মাঝে  জমিসহ গৃহ হস্তান্তর করেন।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS