শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে ভোজ্য তেল চড়া দামে বিক্রি ও মজুদ রাখায় ২টি প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে ভোজ্য তেল চড়া দামে বিক্রি ও মজুদ রাখায় ২টি প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যৌথ অভিযান পরিচালনা করে। রোববার দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। এ সময় মোতালেব অয়েল মিলকে ৩শ ৪০ লিটার বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিনে দুর্গাপুর পৌর বাজারে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শাহ আলম অভিযান চালান। এ সময় পৌর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজ নামীয় রবি ঘোষের ডিলার পয়েন্টে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ১১৮ লিটার তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বোতলের গায়ের রেট অনুযায়ী বিক্রি করা হয়।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS