বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন</span> <span class="entry-subtitle">সভাপতি আমান, সাধারণ সম্পাদক লালন, সাংগঠনিক সম্পাদক মুক্তা</span>

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন সভাপতি আমান, সাধারণ সম্পাদক লালন, সাংগঠনিক সম্পাদক মুক্তা

১৬৩ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা শাখার দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব)।
বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।
কমিটিতে রয়েছেন-সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)। নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)। সাধারণ সদস্য পদে-আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।

Share This