শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে গুজব প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা

রাজশাহীতে গুজব প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা

নাজিম হাসান,রাজশাহী থেকে: রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, গুজব রোধে আমাদের সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই সকল শ্রেনী পেশার মানুষকে গুজবের বিষয়ে সর্তক থাকতে হবে। সকল ধরনের ধর্মীয়, সমাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠানসুমহে গুজব বন্ধে এগিয়ে আসতে হবে।আমাদের জেলা প্রশাসন গুজব প্রতিরোধে সব সময় সচেষ্ট ও সজাগ রয়েছে। জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়নকে তরান্বিত করতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তাঁরা বলেন, উন্নয়নের স্বার্থে যে কোনো অপপ্রচারকে প্রতিহত করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের গুজব, মিথ্যাচার, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গুজব প্রতিরোধে সচেতনতা বিষয়ে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন,পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।এছাড়াও আলোচনা সভায় স্থানীয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৮৫ বার ভিউ হয়েছে
0Shares