বাগমারায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ২ লাক টাকা জরিমানাসহ কারাদণ্ড


নাাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের দৌলতপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুর খনন বন্ধ করে দেওয়ার পাশাপাশি আটক হওয়া ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭ (ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ (১) ধারায় দুই লাখ টাকার অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদন্ড দেয়া হয়। দন্ড পাওয়া ওই ব্যক্তির নাম মাজাহারুল ইসলাম চপল। বাাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর গ্রামেতে। তিনি অবৈধ পুকুর খননের এক্সেভেটর( ভেকু ) চক্রের দালাল। মাজাহারুল ইসলাম চপল। টাকার বিনিময়ে বিভিন্ন এলাকায় গিয়ে পুকুর খনন করে দেওয়াই ছিল তার প্রধান কাজ। উল্লথ্য,রাজশাহীর বাগমারা উপজেলাজুড়ে বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে জমির মালিকে না বলে জোর পুর্বক অবৈধ ভাবে রাতদিন পুকুর খননের হিড়িক পড়ে গেছে শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এবং এক মহিলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু চক্রের দালাল মাজাহারুল ইসলাম চপলকে দুই লক্ষ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।