শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারায় সান্টুর নিজ উদ্যেগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ইফতারি বিতরণ

বাগমারায় সান্টুর নিজ উদ্যেগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ইফতারি বিতরণ

নাজিম হাসান,রাজশাহী প্রতিরিধি:
রাজশাহীর বাগমারায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারি বিতরণ করা হয়েছে। বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর আয়োজনে এ ইফতারি বিতরণ করা হয়। বুধবার ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে প্রায় চার হাজার রোজাদার ব্যক্তির হাতে রান্না করা প্যাকেট খাবার তুলে দেয়া হয়। এ সময় আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার , বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আ’লীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বাগমারা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক,বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী,বীর মুক্তিযোদ্ধা উসমান আলী প্রামানিক, ভবানীগঞ্জ পৌর সভার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহানা, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সাবেক সভাপতি ফেরদৌস আলী প্রাং, ভবানীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ,সাবেক ছাত্রলীগ নেতা সামিউল আলম শিশির প্রমুখ। ভ্রাম্যমাণ ইফতারি বিতরণ শেষে ভবানীগঞ্জ ফেমাস কোচিং সেন্টার চত্বরে সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশ-জাতির মঙ্গল ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি এবং রাজশাহী জেলা আওয়ামীলীগ ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৫১ বার ভিউ হয়েছে
0Shares