বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা

১১৩ Views

পঞ্চগড় :পঞ্চগড়ের গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জনমহলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের  স্থানীয় সরকার বিভাগ এই সমন্বয় সভা আয়োজন করে।

এসময় উপস্থিত অংশিজনরা বলেন গ্রামীণ পর্যায়ের সাধারন মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানলেও রাজনৈতিক নেতাদের প্রভাব ও দালালদের প্রভাবের কারণে তারা আস্থাহীনতায় ভোগে। তাদের এই আস্থাহীনতা দুর করার জন্য নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য মানুষদের সংযুক্ত করে প্রচার প্রচারনা করা প্রয়োজন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল কাদের সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়ন, জাতীসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গ্রাম আদালত কার্যক্রম  বাস্তবায়ন করছে। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে ইকো—সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সমন্বয় সভা সঞ্চালনা করেন ইএসডিওর জেলা ম্যানেজার রুবি আক্তার। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সহ এসময় শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share This