পার্বতীপুরে বায়তুল ফালাহ্ চেয়ারম্যান বাজার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্ধোধন

পার্বতীপুরে বায়তুল ফালাহ্ চেয়ারম্যান বাজার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্ধোধন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সিংগীমারী চেয়ারম্যান বাজারে বায়তুল ফালাহ্ চেয়ারম্যান বাজার জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় বায়তুল ফালাহ্ চেয়ারম্যান বাজার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্ধোধন করেন- পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।

রামপুর ইউনিয়নের সিংগীমারীর চেয়ারম্যান বাজারে ‘বায়তুল ফালাহ্ চেয়ারম্যান বাজার জামে মসজিদ’ প্রায় ৩০ শতক জায়গা নিয়ে নির্মাণ হচ্ছে।

চেয়ারম্যান বাজার জামে মসজিদ নির্মাণ বিষয়ে জানতে চাইলে- পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন- এ মসজিদ নির্মাণে কোন বাজেট নির্ধারিত নেই। তিন তলাবিশিষ্ট মসজিদটির নিচতলায় থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরী, যেখান থাকবে ধর্মীয় বিভিন্ন গবেষণামূলক বই। যেখান থেকে জ্ঞান অনুসন্ধানীরা আহরণ করবেন তাদের প্রয়োজনীয় জ্ঞান। এছাড়াও তাবলিগ জামায়ত কিংবা জ্ঞান অন্বেষণে আসা অতিথিদের থাকার সুব্যবস্থা থাকবে।

২৬ বার ভিউ হয়েছে
0Shares