বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জীবিকা বাঁচারতাগিদে ও মানবাধিকার সুরক্ষা প্রাণের ১১ দফা দাবি পুরণের লক্ষ্যে স্মারক লিপি প্রদান

জীবিকা বাঁচারতাগিদে ও মানবাধিকার সুরক্ষা প্রাণের ১১ দফা দাবি পুরণের লক্ষ্যে স্মারক লিপি প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান ; দিনাজপুরের পার্বতীপুরে জনগোষ্ঠীর জীবন, জীবিকা বাঁচারতাগিদে জীবনমান উন্নয়নর ও মানবাধিকার সুরক্ষা প্রাণের ১১ দফা দাবি পুরণের লক্ষ্যে প্রধামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ রবিদাস ফোরামে (বিআরএফ) উপজেলা শাখা’র ।

গত ২৩ মে সোমাবার বেলা ১১ টায় পার্বতীপুর উপজেলা চত্ত¡রে মানবনন্ধন করেন বাংলাদেশ রবিদাস ফোরামে (বিআরএফ) উপজেলা শাখার’র শতাদিক রবিদাস জনগোষ্ঠীর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারলিপিতে উল্লেখ করা হয় বাংলাদেশের মূল¯্রােত থেকে পিছিয়ে পড়া, অবহেলিত , অনুন্নত প্রায় আট লক্ষাধিক রবিদাস জনগোষ্ঠী জীবন-মান উন্নয়ন মানবধিকার, প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং অর্থ-সামাজিক উন্নয়নকল্পে সক্রি সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরম (বিআরএফ) পার্বতীপুর শাখা’র উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন বাংলাদেশ রবিদাস ফোরামে (বিআরএফ) পার্বতীপুর উপজেলা শাখার’র সভাপতি রনজিত কুমার রবিদাস ও সাধারণ সম্পাদক দিপক রবিদাস প্রমুখ। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংষ্কৃতিক প্রতিষ্ঠান আইন” এর গেজেটে রবিদাস জনগোষ্ঠীকে অন্তভর্’ক্ত করতে হবে এবং রবিদাসদের প্রতি অস্পৃশ্যতার র্চ্চা আইন করে নিষিদ্ধ করতে সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধ আইন-২০০২২” পাস করার দাবী স্মারকলিপিতে উল্লেখ করা হয়। আরও বিভিন্ন বিষয় স্মারকলিপিতে দাবী তুলে ধরেন রবিদাস নেতারা।

 

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS