শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসা¤প্রদায়িকতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসা¤প্রদায়িকতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর )প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে সা¤প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। এ দেশ সা¤প্রদায়িক স¤প্রীতির। আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে বাংলাদেশের অসা¤প্রদায়িকতার প্রতীক। বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে অসা¤প্রদায়িক ও প্রগতিশীল এই বাংলাদেশ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। মধ্যমআয়ের দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ জুন ২০২২) রাতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে বীরগঞ্জ গোলাপগঞ্জ দূর্গা ও হরিমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আনিস।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS