বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সচেতনত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সচেতনত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার আমেনা খাতুন কলেজ মিলনায়তনে গতকাল সোমবার ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ঝিনাইদহ জেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুজ্জামান।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের উপর বিস্তারিত আলোচনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভোক্তা কিভাবে প্রতারিত হন এবং সে প্রেক্ষিতে করণীয় দিকগুলি উল্লেখ করেন তিনি। সভায় ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি ও আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ক্যাবের সদস্য এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, মাদক দ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার এবং জনতা ব্যাংকের এজিএম মোঃ শফিউল আলম বক্তব্য রাখেন।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS