রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

৯৩ Views

রাজশাহী থেকে নাজিম হাসান:
রাজশাহীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকালে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট, দরগাপাড়া, শিরোইল, উপশহর এলাকা থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের করে বিভিন্ন ধর্মীয় সংগঠন। এর মধ্যে দরবারে মা খাতুনে জান্নাত (র.) তরিকায়ে নকশাবন্দীর আশুরা উদযাপন কমিটি নগরীর শিরোইল কলোনী থেকে তাজিয়া মিছিল বের করে। বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশন নগরীতে শোক মিছিল, পথসভা ও ইসলামিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে। এই দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণের ঘটনা স্মরণে রাজশাহীর তাজিয়া মিছিলগুলোতে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন শিয়া মুসলমানরা। দিনটিতে বাদ যোহর হযরত শাহ মখদুম (র.) দরগা শরীফে তবারক বিতরণ করা হয়। এছাড়া আশুরার তাৎপর্য উল্লেখ করে দরগা মসজিদে আলোচনার সভার আয়োজন করা হয়। এছাড়া বাদ মাগরিব রাজশাহী জেলা এবং মহানগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পবিত্র আশুরা উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাজিয়া মিছিলের সঙ্গে পুলিশ থেকে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করে। দিনটি উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন প্রতিটি গোরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করা হয়েছ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে। অপরদিকে,বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মহররম উদযাপন পরিষদের আয়োজনে শাহ মখদুম (র.) দরগা শরীফ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগা শরীফ চত্ত্বরে এসে শেষ হয়। শোকর‌্যালি শেষে দরগা সম্মুখে ইফতার মাহফিল, ফাতেহাপাঠ, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Share This