মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫খ্রি. মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহায্যকারী ঘটনা স্থলেই নিহত।
১৫ এপ্রিল ২০২৫খ্রি. মঙ্গলবার স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে তরমুজ বহনকারী একটি ট্রাক যার নাম্বর ঢাকা মেট্রো ট ১২- ৪৬৪৪ যশোর থেকে ছেড়ে আসা মানিকগঞ্জ গামী রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ট্রাকের নিয়ন্ত্র হারিয়ে পাশের গাছের সাথে স্বজোড়ে ধাক্কা লেগে ট্রাকটি গাছের সাথে আটকে যায়।সংবাদ পেয়ে মধুখালী ফায়ার স্ট্রেশনের একটি দল চালক ও সাহায্যকারীদের উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তুব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন ট্রাক চালক যশোর জেলার কেশোবপুর উপজেলার সাহেব আলীর ছেলে মো.ইদ্রিস আলী (৩০) এবং তার সাহায্যকারী একই এলাকার হায়দার আলী (৩২)।
মধুখালী ফায়ার সার্ভিস স্ট্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাশেদুল আলম জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কর্তুব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সম্ভবত ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন যে কারনে দুর্ঘটনা ঘটেছে।

 

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS