শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত প্রফিট ফাউন্ডেশ কে চেক ও সম্মমনা প্রদান

রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত প্রফিট ফাউন্ডেশ কে চেক ও সম্মমনা প্রদান

বর বিজ্ঞপ্তি :রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংস্থা হিসেবে ২০২১-২০২২ অর্থ বছরে নির্বাচিত হয়েছে কালীগঞ্জের‘ প্রফিট ফাউন্ডেশন’। এ উপলক্ষে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১), আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসক ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে প্রফিট ফাউন্ডেশনেকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংস্থা ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে তাদের ৫০ হাজার টাকার পুরস্কারের চেক ও  সম্মামনা   নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর হাতে তুলে দেয়া হয়। এদিন দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থ্সাহ ঢাকা বিভাগের ১৬৫ যুব সংগঠনকে অনুদানের চেক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে মোট ৮৯০টি যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল অনুদান চেক দেয়া হয়েছে।

২৭ বার ভিউ হয়েছে
0Shares