বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশনে অত্যাধুনিক গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  

রংপুর সিটি কর্পোরেশনে অত্যাধুনিক গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অত্যাধুনিক গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  শনিবার দুপুরে অত্যাধুনিক গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের নিজেস্ব অর্থায়নে প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি করছেন উমা কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গেটটির ডিজাইন ও নকশা বাস্তবায়ন করছেন ডরিক ডেভেলপারস লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু. তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, ডরিক ডেভেলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার জাহিদ বিন হোসেনসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
৫৪ বার ভিউ হয়েছে
0Shares