শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে সরকারি কর্মচারিদের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে সরকারি কর্মচারিদের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুরে বাংলাদেশ সরকারি কর্মচারি ঐক্য পরিষদের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম, এ মজিদ বলেন ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে-কমিশনে কর্মচারি প্রতিনিধি রাখতে হবে।

আজ রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী (টাউন হল) মাঠে সরকারি কর্মচারিদের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বক্তারা বলেন, ১১- ২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর রউফ এর সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন ঐক্য পরষিদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী, সমন্বয়ক সেলিম রেজা, লুৎফর রহমান, নিজাম উদ্দিন ভ‚ইয়া, ১১-২০ গ্রেডের ফোরামের সভাপতি ফিরোজ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় রংপুর বিভাগের আট জেলার সভাপতি /সম্পাদকসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS