সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি নিউ জলপাইগুড়ি রেলপথে চালু হলো যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস।

দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি নিউ জলপাইগুড়ি রেলপথে চালু হলো যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস।

রবিউল  হক  রতন,  ডোমার  (নীলফামারী )প্রতিনিধিঃ নীলফামারী জেলার শেষ রেলওয়ে স্টেশন চিলাহাটি। দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি নিউ জলপাইগুড়ি রেলপথে চালু হলো যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস।
বুধবার ১ জুন ভারতের শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি (এনজিপি) থেকে ভারতের সময় বেলা ১২টা  ৪৫ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় , এবং চিলাহাটি  ষ্টেশন থেকে ২টা১০মিনিটে ছেরে যায়  মিতালি এক্সপ্রেস। ৫৭ বছর পর পূর্ণরায় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের দুই সীমান্তবর্তী মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে এবং দীর্ঘ দিনের প্রত্যাশিত ট্রেনটিকে একনজর দেখার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে ডোমার রেলস্টেশন পর্যন্ত রেল লাইনের দুই ধারে হাজার হাজার উৎসুক জনতা তাদের দীর্ঘদিনের প্রত্যাশার ট্রেনটি দেখার জন্য ঘন্টা ব্যাপী অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে।
দীর্ঘদিন পর এই রেলপথটি চালু হওয়ায় চিলাহাটি হলদিবাড়ি রেলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আরও একটা বানিজ্যিক সম্পর্কের দুয়ার উন্মোচন হলো। আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ি এবং বাংলাদেশের নীলফামারী জেলার শেষ স্টেশন চিলাহাটি সীমান্তের রেলকরিডোর পথ দিয়ে চলাচল করবে।
মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারত থেকে চিলাহাটি স্টেশনে প্রবেশের সময় রেলের উধর্বতন কর্মকর্তারা ট্রেনটিকে স্বাগত জানায়। মিতালি এক্সপ্রেসের লঞ্জ করবেন ভার্চুয়াল প্লাটফর্মে দুই দেশের রেলমন্ত্রী ভারতের রেলমন্ত্রী অশ্বিন বৈঞ্জব এবং বাংলাদেশের রেলমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।
এবিষয়ে চিলাহাটি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার ময়নুল হক প্রতিনিধিকে জানিয়েছেন, আজ ১লা জুন বুধবার মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারত থেকে যাত্রা শুরু করবে
ভারতীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এবং ট্রেনটি বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে একই দিনে রাত সাড়ে দশটায়। এছাড়াও পরদিন বৃহস্পতিবার মিতালি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে রাত ৯ টা ৫০ মিনিটে ভারতের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছাবে পরদিন অর্থ্যাৎ শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে।
সুত্রমতে জানা যায়, তৃতীয় আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনটির নাম দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ২৭ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিতালি এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেনটি উদ্বোধনের পর থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের মহামারী আকার ধারণ করায় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। বর্তমানে কোভিড-১৯ করোনা সংক্রমণ কমে যাওয়ায় আজ থেকে ট্রেনটি পূর্ণরায় চালু হলো। এছাড়াও সপ্তাহের ৪ দিন এই পথে ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত ভাবে চলাচল করবে।
৭১ বার ভিউ হয়েছে
0Shares