সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত 

ডোমারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত 

রবিউল হক , ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় নীলফামারীর ডোমারে ৬৩৬ ও ৬৩৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে জুন) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের ব্যবস্থাপনায় ও ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।
উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে এসময় নীলফামারী জেলা স্কাউটস কমিশনার বিনয় রায়, লিডার ট্রেইনার প্রতিনিধি কোহিনূর ইসলাম, সহ-সভাপতি মোঃ রবিউল আলম, এএলটি প্রভাত কর্মকার, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী, উডব্যাজার তানিয়া পারভীন, আকতার জাহান বিউটি, শাহানারা লাকী, আমিনুল হক বাবু, আনোয়ারুল হক, তুর্য বসুনীয়া, শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৬৩৬ ও ৬৩৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র হস্তান্তর করেন অতিথিরা।
৬৬ বার ভিউ হয়েছে
0Shares