শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে শ্যামলী কোচের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

সৈয়দপুরে শ্যামলী কোচের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

দুলাল সরকার, সৈয়দপুর: সৈয়দপুরে কোচের ধাক্কায় শামসুল হক (৫২) নামের পাটের গুদামের এক শ্র্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ।

নিহত শামসুল বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে শামসুল হককে ধাক্কা দেয়। এ সময় বাসটি তাঁকেসহ একটি দোকানঘরের ভেতরে ঢুকে পড়ে । এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয়।

১৮০ বার ভিউ হয়েছে
0Shares