শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারের জোড়াচাঁদ শাখা সৎসঙ্গ আশ্রমে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত

ডোমারের জোড়াচাঁদ শাখা সৎসঙ্গ আশ্রমে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত

 রবিউল হক রতন , ডোমার ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চান্দখানা জোড়াচাঁদ শাখা সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা জোড়াচাঁদ শাখা সৎসঙ্গ আশ্রমে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন্দ্রীয় আশ্রম হিমাইতপুরের শ্রী পুরন্দর বর্ম্মনের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সহ-সভাপতি অধ্যাপক (অব.) যুগল চন্দ্র ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ মকবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ধর্মসভায় পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম থেকে আগত সহ-প্রতি ঋত্বিকবৃন্দ আলোচনা করেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS