শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জামায়াতের ৬১ নেতাকর্মী কারাগারে 

জামায়াতের ৬১ নেতাকর্মী কারাগারে 

রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকারি কাজে বাধা এবং মানুষ হত্যার মামলায় জামিন নিতে আসা ৬১ জামায়াত নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৮ এপ্রিল) দুপুর ২টার সময় জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ তৎকালীন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার ঘটনায় ৪৮ ঘন্টার হরতাল ডাকে জামায়াতে ইসলামী। হরতাল চলাকালে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাঁচবিবি থানা ঘেরাও করে। সেখানে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও থানা ভাংচুর করে। এ সময় তাদের নাশকতায় ৬ জন মারা গেলে পুলিশের উপ পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ থেকে ৮ হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালের ৩ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ২১২ জনের নামে চার্জশিট জমা দেয়।

সর্বশেষ আজ দুপুরে চার্জশিট ভুক্ত ৬১ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares