মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে  আগামী ২১ মে অনুষ্ঠিত হবে  বিরল উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ২১ এপ্রিল রোববার বিকেল ৪ টা পর্র্যন্ত অনলাইনে মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার জন্য অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছেন রির্টানিং অফিসারের নিকট। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগৈর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আযম এবং উপজেলা জাতীয় পার্টীর সভাপতি এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, শহরগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান (সাধারন সদস্য) তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগের কাঞ্চনমোড় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধার সন্তান সুলতানা ইয়াসমীন রুমন ও রাণীপুকুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য তছলিমা বেগম।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা জানান, মনোনয়ন ফরম যাচাই-বাছাই  আগামী ২৩ এপ্রিল, মনোনয়ন ফরম বাতিলের বিরুদ্ধে আপীল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপীল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম জানান, উপজেলায় নারী ১০৭৫৩৬ জন ও পুরুষ ১১১৯৪৭জন ভোটারসহ মোট ভোটার ২১৯৪৮৩ জন।

১৪ বার ভিউ হয়েছে
0Shares