সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ৩ আসামী গ্রেফতার

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ৩ আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

গত ২১/১০/২২ তারিখ ময়মনসিংহ জেলার সদর থানাধীন দক্ষিন চর কালিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামীগন জনৈক আব্দুল বারেক(৬৩) কে মারধর করিয়া হত্যা করে। ঘটনাটিতে এলাকায় বেশ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ময়মনসিংহ জেলার সদর থানায় মৃতের ছেলে মোঃ শামীম হাসান (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপনসূত্রে জানা যায় যে, উক্ত মামলার আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকায় আতœগোপন করে আছে। তৎপ্রেক্ষিতে র‍্যাব-১৩ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২২ খ্রিঃ রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন মূন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্র্ণিত হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ১। মোঃ মুন্না(২২), ২। রবিন(২৫) ও ৩। রাজু মিয়া(২২), সর্বসাং- আটানী পুকুরপাড়, মদের ডিপো, থানা- সদর, জেলাঃ ময়মনসিংহদের কে তাদের এক আত্মীয়ের বাড়ি হতে গ্রেফতার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উপরোক্ত হত্যাকান্ডের ঘটনার সহিত তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং তারা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে উক্ত এলাকায় আত্বগোপন করেছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতয়ালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares