শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বীরগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ; দিনাজপুরের বীরগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো.আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন। এসময় ৫ নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রার্নাস দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS