বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কিশোরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২০ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

কিশোরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২০ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

মোঃ মোসফিকুর রহমান লাল, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পরিষদ ৬ষ্ঠ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিনতে তাহের এ তথ্য নিশ্চিত করেন।
এতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়, এ্যাড. তাসহান লেলিন, মোঃ আমিরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম এর ছেলে মোঃ রাশেদুজ্জামান, গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্পব কুমার সরকার।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদ ইসলাম সুরুজ, মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর আলম, শ্রী ভূবন চন্দ মোহন্ত, মো যাদু মিয়া, মোজাহার হোসেন, মাহবুবুর রহমান, মো বরইকত-ই খুদা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী রায়, উপজেলা যুবলীগের সাবেক নেত্রী স্বপ্না শান্তা প্রামানিক,উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য পল্লবী রানী রায়, বীনা রানী রায় ও রেহেনা পারভীন।
প্রসঙ্গত, মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন যাচাই বাচাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। এ উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার।
৩৮ বার ভিউ হয়েছে
0Shares