মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা নির্বাচনে এবার বাগমারায় কে হতে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান 

উপজেলা নির্বাচনে এবার বাগমারায় কে হতে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান 

নাজিম হাসান,রাজশাহী থেকে:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা আওয়ামী লীগের একাংশের কার্যনির্বাহী কমিটির সভায় জাকিরুল ইসলাম সান্টুকেই একক প্রার্থী মনোনীত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে যদিও ওই মিটিংয়ে আরেক প্রভাবশালী প্রার্থী শ্রীপুর ইউপি চেয়ারমান মকবুল হোসেন মৃধা নিজের প্রার্থীতার বিষয়ে অনড় থাকেন। শেষ পর্যন্ত নেতা কর্মীদের অনুরোধে তিনি নতিস্বীকার করতে বাধ্য হন এবং শেষমেষ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। মকবুল হোসেন মৃধার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় ধারনা করা যাচ্ছে, জাকিরুল ইসলাম সান্টু এবার উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে দলের একাধিক নেতা কর্মীদের সূত্রে জানা গেছে। দলের নেতা কর্মীরা বলছেন এখানে জাকিরুল ইসলাম সান্টুকে দলের একাংশের দলীয় প্রার্থী মনোনীত করা হলে তাঁর প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা ছিল দলের আরেক হেভিওয়েট প্রার্থী শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। শেষ পর্যন্ত মকবুল হোসেন মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ালে সান্টুর জন্য চেয়ারম্যান হওয়ার সুযোগ এক ধাপ এগিয়ে গেলো। এছাড়া আওয়ামীলীগের আরেক অংশের সভাপতি দাবীদার সাবেক এমপি ইঞ্জি এনামুল হকের নেতৃত্বাধীন আরেক প্রবীন আওয়ামীলীগ নেতা মতিউর রহমান টুকুর প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে আসবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে মতিউর রহমান টুকু জানান, আমি উপজেলা চেয়ারম্যান ভোটে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়ে ছিলাম তা স্থগিত করেছি। দলীয় কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। দলীয় নেতাকর্মীরা বলছেন, মতিউর রহমান টুকু অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে মতিউর রহমান টুকু বিদ্রোহী প্রার্থী ইঞ্জি এনামুল হকের কাঁচি প্রতীক নিয়ে ভোট করে বিতর্কিত এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। ওই নির্বাচনে ইঞ্জি এনামুল হক দলীয় নেতাকর্মী ও সাধারন ভোটারদের রোষনল ও হামলার শিকার হয়ে নির্বাচনী মাঠে কোনঠাসা হয়ে পড়েন। তেমনি এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী হলে মতিউর রহমান টুকুর ভাগ্যে একই পরিনতির শিকার হওয়ার আশঙ্কা থেকেই এবার মতিউর রহমান টুকু শুরুতেই প্রার্থীতা নিজেকে গুটিয়ে নিয়েছেন । এছাড়া এই নির্বাচনে জাকিরুল ইসলাম সান্টু ছাড়া আর যে দুজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও এক সময়ের আত্মসমর্পনকৃত সর্বহারা ক্যাডার বর্তমানে ইঞ্জি এনামুল হকের দক্ষিণ হস্ত হিসাবে পরিচিত আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু। দলের নেতা কর্মীরা বলেছেন এই দুজন প্রার্থী সান্টুর প্রতিদ্বন্দ্বী হওয়ার নূন্যমত যোগ্যতাও রাখেনা। নাছিমা খাতুন এর আগে চতুর্থ উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী না থাকায় সামান্য ভোটের ব্যবধানে বিজয়ী হন। এবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়ালে নিশ্চিত পরাজিত হবেন জেনে নিজের মান রক্ষার্থে হোমজিক্যালি ভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এদিকে দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারন ভোটার ও আপামর বাগমারাবাসীর মনে আট বাবুকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় নেতা কর্মীরা বলছেন, আত্মসমর্পন করে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসলেও আর্ট বাবুর হাত এখনও রক্তে রঞ্জিত। আর্ট বাবুকে খেলার পুতুল বানিয়ে নেপথ্যে কলকাঠি নাড়ছেন ইঞ্জি এনামুল হক। হটাৎ রাজনীতিতে আবির্ভাব ও উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু বলেন, কোন মামলাই এখন পর্যন্ত আমি দোষী সাব্যস্থ হইনি। অনেকগুলো মামলা খারিজ হয়ে গেছে। সুতারং আইনের চোখে আমি অপরাধী নই। দলের মতামত নিয়ে আমি প্রার্থী হয়েছি। দলের অনেক প্রবীন নেতারা বলেছেন, বাগমারার রাজনৈতিক মসনদে রয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তাঁর দক্ষিন হস্ত হিসাবে রয়েছেন জাকিরুল ইসলাম সান্টু। এদিকে, ২০ এপ্রিল শনিবার সন্ধ্যা পর্যন্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাগমারা উপজলো যুব মহলিা লীগরে সভাপতি শাহনিুর খাতুনসহ তিনজন প্রাথী মনোনয়নপত্র জমা দিলেও চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোন মনোনয়নপত্র জমা পড়েনি। রবিবার শেষ দিনে জমা পড়বে কি অবশিষ্ট গুলো। তবে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩১ এপ্রিল পর্যন্ত।

৩২ বার ভিউ হয়েছে
0Shares