বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাবতলীর সোন্দাবাড়ী আজাদ হাইস্কুলে  ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

গাবতলীর সোন্দাবাড়ী আজাদ হাইস্কুলে  ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও দাতা সদস্য পদে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২’শ ১৩জন ভোটারের মধ্যে ১’শ ৬৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে নব-নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, আবু নাছের (১০৯ ভোট), মিলন মিয়া (৯৮ ভোট), মিল্লাত হোসেন (৯৪ ভোট) এবং শাহ আলম সরকার (৮৮ ভোট)। নিকটতম প্রতিদ্ব›িদ্ব কামাল হোসেন পেয়েছেন ৬৮ ভোট, রবিউল ইসলাম পেয়েছেন ৬২ ভোট, শফিকুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট এবং গোলাম হোসেন পেয়েছেন ৫৬ ভোট। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন, আশিকুর রহমান আশিক। এরআগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন রুলি বেগম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ এবং সহকারী হিসেবে ছিলেন উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলীসহ পুলিশ সদস্যবৃন্দ।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares