শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের দক্ষিণ ভান্ডুরিয়া গ্রামের জামে মসজিদের ৭৫-তম অজুখানা উদ্বোধন

দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের দক্ষিণ ভান্ডুরিয়া গ্রামের জামে মসজিদের ৭৫-তম অজুখানা উদ্বোধন

বগুড়া অফিস মোসাব্ব্বর হাসান মুসাঃ

দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের দক্ষিণ ভান্ডুরিয়া গ্রামের জামে মসজিদের ৭৫-তম অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

গুনাহার ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ ভান্ডুরিয়া জামে মসজিদের অজুখানার  শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জননেতা  নূর মোহাম্মাদ আবু তাহের।

 

এই অজুখানা নির্মাণের মাধ্যমে গুনাহার ইউনিয়নের সকল মসজিদের অজুখানা নির্মাণ কাজ সম্পন্ন হলো।বেসরকারি দাতা সংস্থার অর্থায়নে গুনাহারের ৫৫টি অজুখানাসহ দুপচাঁচিয়া উপজেলায় সর্বমোট ৭৫টি অজুখানা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নূর মোহাম্মদ আবু তাহের জানান চেয়ারম্যান হিসেবে জনগণের যেকোনো উন্নয়নমূলক কাজের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতে তাঁর কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

১৩৭ বার ভিউ হয়েছে
0Shares