শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামে আলহাজ্ব রফিক আহামদ পরিবারের ঈদ উপহার বিতরন করলেন রশীদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদ

চট্টগ্রামে আলহাজ্ব রফিক আহামদ পরিবারের ঈদ উপহার বিতরন করলেন রশীদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  বেসরকারী এনজিও সংস্থা ‘মমতা’র প্রধান নির্বাহি একুশে পদক প্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বাংলাবাজার-রশিদ বিল্ডিং এলাকার রশিদ বিল্ডিং ১নং গলিসহ এলাকাবাসীর মধ্যে দরিদ্র অসহায় পিছিয়ে পড়া জনগনের জন্য ঈদ উপহার বিতরন করেছে রশীদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন প)রিষদ নেতৃবৃন্দ।
৩ এপ্রিল’২৪ ইং বৃহস্পতিবার রশিদ বিল্ডিং দ্বিতীয় গলি উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামসুল হক আবিদের সঞ্চালনায় পরিষদ কার্যালয়ে রফিক আহামদ পরিবারের পারিবারিক অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে রশিদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদের মাধ্যমে মমতা’র প্রধান নির্বাহি একুশে পদক প্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদের পক্ষ থেকে রশিদ বিল্ডিং ২য় গলি, বাংলাবাজার মুন্সিবাড়ী ও পানগলির জনসাধারনের কাঁছে এই ঈদ উপহারগুলো বিতরন করেন।

এসময় উপস্তিত ছিলেন রশিদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদের এর উপদেষ্টা নুরুজ্জামান রানা, আইয়ুব খান, আব্দুস ছালাম, মোহাম্মদ আলমগীর, সেকান্দর আহমেদ, মোহাম্মদ ইউনুছ, শামশুল হুদা চৌধুরী টিটু, আমির হামজা, হাসান আলী, আব্দুল কাদের, টুক্কুন মিস্তিরি সহ রশিদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদের কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ।

রশিদ বিল্ডিং দ্বিতীয় গলি উন্নয়ন পরিষদ এর উপর আস্থা ও বিশ্বাস রেখে এই পরিষদের মাধ্যমে সমাজের পিছিয়ে পরা জনগনের জন্য মমতা’র মানবিক এ কর্মসুচি বাস্তবায়ন করায় রশীদ বিল্ডিং ২য় গলি উন্নয়ন পরিষদের সভাপতি ফরিদ আহামদ, সাধারন সম্পাদক হাজী আব্দুল মামুন জামশেদ সহ সকল নেতৃবৃন্দ মমতার প্রধান নির্বাহি একুশে পদক প্রাপ্ত আলহাজ্ব রফিক আহামদ ও পরিচালক তৌহিদ আহামদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের মানুষের পাশে থেকে সমাজের মানুষের জন্য কিছু করতে চায় মমতা। মমতার এই প্রত্যাশা ও সামাজিক দায়বদ্ধতা থেকে মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদসহ বজলমিয়া ফাউন্ডেশন ও বজল মিয়ার পরিবারবর্গ এলাকার মানুষের সুখে দুঃখে, রাস্ট্রিয়, জাতীয় ও ধর্মিয় বিশেষ বিশেষ দিনে মানবিক এ কর্মসুচীগুলো বাস্তবায়ন করে দায়িত্ব পালন করে আসছে।
৪১ বার ভিউ হয়েছে
0Shares