বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প
৩৫ Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) নাজিরপুর ঈদগাহ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর সহযোগিতায় নাজিরপুর ইউনিয়ন বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জমসেদ আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এডভোকেট মাকসুদ উল্লাহ, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুস ছালাম কেরন, যুগ্ম আহ্বায়ক রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আনিসুর রহমান পাঠান বাবুল, যুগ্ম আহ্বায়ক খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম আহবায়ক লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইমাম আবু চাঁন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টারসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি জনগনের দল। জনগণের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৪৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় তিন হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।