বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে বাইক দুর্ঘটনায় আকিবের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া।

বাঁশখালীতে বাইক দুর্ঘটনায় আকিবের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান সড়কে মারাত্বক বাইক দূর্ঘটনায় ঝরে গেল আরো এক তাজা প্রান। নিহত যুবক আকিব আল হাসান(২৫) এর বাড়ি উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব গন্ডামারা গ্রামের মেহের আলী বাড়ির নজরুল ইসলামের ২য় সন্তান এবং তরুন সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদের ছোট ভাই।
০২ সেপ্টেস্বর’২২ ইং শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলার প্রধান সড়কের নাপোড়ার উত্তর পার্শ্বে উচুঁ ব্রীজের দক্ষিন প্রান্তেই মারাত্বক এ বাইক দুর্ঘটনা সংঘঠিত হয়। অত্যান্ত সহজ-সরল, মেধাবী ও সুদর্শন যুবক ছিল আকিব আল হাসান। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ও মিয়ার বাজার হাশিম ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক ছিল। সুন্দর আচরণ দিয়ে হৃদয় কেড়েছে সর্বমহলের। চলতি সাসের ২৫ তারিখ তার হজ্ব কাফেলা থেকে পবিত্র ওমরা করতে যাওয়া হাজীদের টীম নিয়ে ওমরা হজ্জে যাওয়ার কথা ছিল আকিবের, সে টীমের সদস্যদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করার জন্য পেকুয়া উপজেলার টৈটং যাওযার পথে নাপোড়া বাজারের উত্তর পাশে উচুঁ ব্রীজের দক্ষিন প্রান্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত যান থেকে নিজের বাইক সেভ করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপরেই তার গাড়িটি উল্টে গিয়ে মারাত্বকভাবে আহত হলে সাথে সাথে প্রথমে চাম্বলের বাঁশখালী জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে সন্ধ্যা ৬.৪৫ টায় আকিব মৃত্যুবরন করে বলে জানিয়েছে আকিবের পারিবারের সদস্যরা।  মুহুর্তেই সোস্যাল মিডিয়ায় আকিবের মৃত্যু খবর ভাইর‍্যাল হয়ে পড়লে সারা বাঁশখালী জুড়ে শোকের কাল মেঘে ঢাকা পড়ে যায়।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS