শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মিথ্যা মানব পাচার মামলার বিরুদ্ধে মধুখালীতে ভুক্তভোগি হাকিমের সংবাদ সম্মেলন

মিথ্যা মানব পাচার মামলার বিরুদ্ধে মধুখালীতে ভুক্তভোগি হাকিমের সংবাদ সম্মেলন

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৮মার্চ ২০২৪খ্রিঃ বৃহস্পতিবার ঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দী গ্রামের মৃত সামছু শেখের ছেলে হাকিম শেখ (৬০)এর বিরুদ্ধে মানব পাচার মামলা করায় ভুক্তভোগি হাকিম শেখের মিথ্যা মানব পাচার মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

২৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোক্তভোগি হাকিম শেখের উপজেলার  রায়পুর ইউনিয়নের  ছকড়িকান্দী  গ্রামের বাড়ীতে সংবাদ সম্মেলনে তার কথ্য বক্তব্যে বলেন একই গ্রামের একই পাড়ায় বসবাসরত মোঃ রফিক শেখের ছেলে মোঃ  রবিন শেখ (২৩) মানব পাচার মামলার বাদী। প্রতিবেশী হাকিম শেখের পরিচয়ের মাধ্যমে ১ মার্চ ২০২৩খ্রিঃ ওমান  যান মামলার বাদী মোঃ রবিন শেখ। ওমানে ৬মাস অবস্থান  করার পর ৪ অক্টোর ২০২৩খ্রিঃ বাড়ীতে ফিরে আসেন। বাদী বাড়ীতে ফিরে ক্ষাতিগ্রস্থের ৫লক্ষ টাকার দাবীতে বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। মিথ্যা মামলার বিরুদ্ধে হাকিম শেখ বলেন আমি বিদেশে কোন লোক পাঠাই না। একই পাড়ায় বসবাস করার সুত্রে  আমার একছেলে সৌদি  আরব প্রবাসি। আমার ছেলে কোন অফিসের মাধ্যমে পাঠান হয়েছিল আমি শুধু সে অফিসের লোকের সাথে পরিচয় করিয়ে দেই। এর বেশী  আমি কিছুই জানি না। কত টাকা দিয়ে ওমান গিয়েছে সেটাও আমি জানি না। ঢাকায় অবস্থিত আয়াত ওভারসিরিসের মাধ্যমে ওমান যেয়ে সেখানে ৬ মাস অবস্থান করে বাড়ীতে ফিরে এসে বাদী ৫লক্ষ টাকার দাবীতে বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে আমাকে ও আমার ছেলে তারিকুল (২৭)এর বিরুদ্ধে মামলা করেন। অন্যায় ভাবে আমাদের বিরুদ্ধে বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করে  হয়রানী করছেন। যে কারনে আমাদের বিনা দোষে প্রায় আড়াই মাস হাজত বাস করতে হয়েছে।আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে  প্রকৃত সত্য  উৎঘাটন করে ন্যায় বিচারের দাবী করি ।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS